পবিত্র জুমাতুল বিদা পালিত

আজাদী ডেস্ক | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

দেশের সকল স্থানের মত চট্টগ্রামেও ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন। দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ চট্টগ্রামের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ‘জুমাতুল বিদা’ হিসেবে পালিত হয়। সারা বিশ্বের মুসলমানদের জন্য এ দিনটি অতিব মূল্যবান। জুমাতুল বিদায় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন।

গতকাল জুমাতুল বিদা উপলক্ষে মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি নামাজে অংশ নেন। মসজিদের খতিবগণ দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের সম্মেলন ২৮ থেকে ৩০ মে
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত