পবিত্র জামাদিয়াস-সানি মাস শুরু কাল থেকে

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র জামাদিয়াস-সানি মাসের চাঁদ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার পবিত্র জামাদিয়াস আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৫ জানুয়ারি বুধবার থেকে পবিত্র জামাদিয়াস সানি মাস গণনা করা হবে। খবর বাসসের।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উপ-সচিব মো. রায়হান কাওছার, ঢাকা জেলার এনডিসি মো. আব্দুল্লাহ আল মাহফুজ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান এ সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আশরাফ ছিলেন দুঃসময়ের সাহসী নেতা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনকে জরিমানা