ভারতে রক্ষিত পবিত্র কোরআন শরীফের প্রাচীন দুটি কপির মধ্যে একটি মাইজভাণ্ডার শরীফে উপহার দিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল সোমবার বিকালে মাইজভাণ্ডার সফরকালে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর হাতে তিনি কপিটি তুলে দেন।
ভারতীয় হাইকমিশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইসলাম প্রচারকালে সুফি দরবেশদের মাধ্যমে আনা পবিত্র কোরআন শরীফের দুটি প্রাচীন কপি ভারতের কাছে ছিল। এই দুটি কপির একটি গতকাল মাইজভাণ্ডার শরীফে উপহার দেওয়া হয়। কোরান শরীফ উপহার দেওয়ায় ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান এমপি নজিবুল বশর। এর আগে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম অনুপ্রেরণা। জনযুদ্ধের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের ভিত্তিতে একটি জাতিতে রূপ নেওয়া এদেশের মানুষকে সারা বিশ্ব সম্মানের চোখে দেখে। এই যুদ্ধে অসংখ্য মৃত্যু ও মা-বোনের প্রতি বর্বরতা সহ্য করে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আমাদের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে আমি মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাই।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক চমৎকার। জঙ্গিবাদ ও মৌলবাদ নির্মূলে ভারতকে বাংলাদেশের পাশে চাই। এ সম্পর্ক কূটনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সমপ্রসারিত হয়েছে। আমাদের বন্ধুত্ব কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে। কারণ এই বন্ধুত্ব রচিত হয়েছে অভিন্ন ত্যাগ, ইতিহাস ও সংস্কৃতির সম্পর্কের ওপর ভিত্তি করে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ।