পবিত্র কোরআনে মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে

প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিলে অধ্যাপক আহছানুল্লাহ

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ বিআইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে এই মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুইঁয়া।

প্রধান অতিথি বলেন, মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে এবং মানব জীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

ইফতার পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন, মুহাম্মদ আমির হোসাইন, আহমেদ খালেদুল আনোয়ার, মোস্তাক আহমদ, ডা. পারভেজ ইকবাল শরীফ, মুহাম্মদ ইলিয়াছ ও নুর মোহাম্মদ। কোরআন তেলাওয়াত করেন বিআইএ মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই দরিদ্র পরিবারের মাঝে স্বপ্নযাত্রীর রিকশা উপহার
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান