পবিত্র আশুরা আজ

আজাদী ডেস্ক | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ‘ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না’ ফিরে এলো আজ সেই মহরম মাহিনা। ইসলামের ইতিহাসে আশুরা এক অসামান্য তাৎপর্যে উজ্জ্বল। ইবাদতবন্দেগির জন্যও এ দিবস অতুলনীয়। সবকিছু ছাপিয়ে কারবালার মর্মন্তুদ সকরুণ শোকগাথা এ দিবসকে গভীর কালো রেখায় উৎকীর্ণ করে রেখেছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি। সংবাদপত্রসমূহ শোকাবহ এ দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ও সরকারি বেসরকারি টিভি চ্যানেল, বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

৬১ হিজরি সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহিদ হন। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তাই তিনি এ দিনে রোজা পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে। মহান আল্লাহতায়ালা এ দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এদিনেই আদমকে (.) সৃষ্টি করেছেন। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল শনিবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্‌বান জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, ‘ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন।’

পূর্ববর্তী নিবন্ধতুর্কমেনিস্তানকে সাত গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রবাসী ভাইয়ের লাশ আনার পথে লাশ হলেন আরো দুই ভাই