পবিত্র আশুরা আজ

আজাদী ডেস্ক | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র আশুরা আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানাকর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে পবিত্র আশুরা পালন করা হবে। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’ এই দিনটি বিশ্ব মুসলিম সমপ্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী প্রদান করেছেন।

পবিত্র আশুরা উপলক্ষে আজ শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম এবং স্যাটেলাইট টিভি চ্যানেল এই দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করবে। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বোয়ালখালী আহলা দররবার : পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল আজ বোয়ালখালী আহলা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এতে খ্যাতনামা ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন। কর্মসূচির মধ্যে রয়েছেপবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরে ইলাহি, আওলাদে রাসূল (সা.) ইমাম হোসাইন (.) এর পবিত্র জীবনী নিয়ে আলোচনা ও মোনাজাত।

আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত : পবিত্র আশুরা উপলক্ষে মহান শোহাদায়ে কারবালা স্মরণে আজ নগরীর মুমিন রোডস্থ কদম মোবারক মসজিদ গেইটে শরবতে মুয়াদ্দাত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (.) বাংলাদেশের আয়োজনে বাদে জোহর কর্মসূচির উদ্বোধন করবেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লাম ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। এতে সকলকে উপস্থিত থাকার আহবান চট্টগ্রাম দরবারের আওলাদ ও খলিফা জানিয়েছেন শাহ মিডু।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো ছুটির দিনে ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধগণিত-ইংরেজির দুর্বলতার বৃত্তে শিক্ষার্থীরা