পপির অপেক্ষায় নির্মাতা রাজু আলীম

| শনিবার , ৮ মে, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

পাঁচ নায়িকা নিয়ে ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন সাংবাদিক, উপস্থাপক ও পরিচালক রাজু আলীম। এই পাঁচ নায়িকার একজন হলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার বিপরীতে নিজেই নায়কের ভূমিকায় নির্মাতা রাজু আলীম। তিনি জানান, বহুদিন ধরে চিত্রনায়িকা পপির খোঁজ মিলছে না। আমি তার অপেক্ষায় আছি। আমার ছবির শুটিং প্রায় শেষ। মাত্র তিনদিন শুটিং আর দুইদিন ডাবিংয়ের কাজ বাকি। সেটা শেষ করার জন্য পপিকে প্রয়োজন। তিনি সময় দিলে ছবিটি পরিপূর্ণ হতো। শুটিংয়ে না পেলেও পপির ডাবিং অবশ্যই লাগবে। তার জন্য সব কাজ আটকে আছে।’
আড়াল ভেঙে পপি বাকি কাজটুকু শেষ করে দিলে ভালোবাসার প্রজাপতি সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পেতে পারতো বলেও জানান নির্মাতা রাজু আলীম। তিনি বলেন, প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপন নিয়ে তার এই সিনেমার গল্প সাজানো হয়েছে। বিগ বাজেটের এই সিনেমায় রাজু আলীম ও পপি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধকঙ্গনার বিরুদ্ধে তৃণমূলের মামলা