পন্টিংয়ের কীর্তিতে ভাগ বসালেন মুশফিক

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের পর শততম টেস্টের দুই ইনিংসে অন্তত পঞ্চাশ ছোঁয়ার অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার পন্টিং শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে১২০ ও অপরাজিত ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন পন্টিং। পন্টিংয়ের মত শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করতে না পারলেও, দুই ইনিংসে অন্তত পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন মুশফিক। প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রান করেন তিনি। তাই টেস্ট ইতিহাসে শততম ম্যাচের দুই ইনিংসে অন্তত পঞ্চাশ রানের ইনিংস খেলার রেকর্ড পন্টিং ও মুশফিকের দখলে।

পূর্ববর্তী নিবন্ধতিন জাতি নারী ফুটবল সিরিজ ২৬ নভেম্বর শুরু
পরবর্তী নিবন্ধজাতীয় ফুটবলে দিনাজপুর চ্যাম্পিয়ন