পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে পদ হারালেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবিয়াল আবু ইউসুফ। গত মঙ্গলবার জন্মদিনের অনুষ্ঠানে হুইপের আমন্ত্রণে অনুষ্ঠানে কবিগান করতে গিয়ে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্রে তা নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী। অনুষ্ঠানের মঞ্চস্থলে যোগদেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবিয়াল আবু ইউসুফ। তবে কবি গানের জন্য অনুষ্ঠানস্থলে তিনি উপস্থিত থাকলেও তিনি কোন কবিগান পরিবেশন করেননি। আওয়ামী লীগের অনুষ্ঠানে বিএনপি নেতার যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা হয়। বিষয়টি দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের নজরে এলে তারা অব্যাহতি পত্রের মাধ্যমে দলীয় পদ থেকে কবি ইউছুকে অব্যাহতি দেন। কবিয়াল আবু ইউসুফ জানিয়েছেন, তিনি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে কবিগান করে থাকেন। পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে কবিগান করার জন্য তাকে ডাকা হয়। কবিগানের অন্য সহযোগীদের না পাওয়ার কারণে তিনি কবিগান করতে পারেনি। তবে অনুষ্ঠানে গেলেও তিনি মানুষের ভিড়ের কারণে বের হতে পারেননি।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেন, কবিয়াল আবু ইউছুফ একজন কবিয়াল পাশাপাশি রাজনৈতিক পদবীধারী। সে হিসেবে তিনি অন্য দলের ডাকে তাদের অনুষ্ঠানে যেতে পারেননা। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি আমরা দলের হাই কমান্ডে পাঠাচ্ছি তারা হয়তো দল ও দলের সকল পদ থেকে স্থায়ী অব্যাহতি বা বহিস্কার করতে পারেন।