পদ্ম পাড়ে একমঞ্চে তারা

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে এক মঞ্চে সচরাচর দেখা যায় না। চলতি বছর একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন তারা। জানা গেছে, আবারো এক মঞ্চে দেখা যাবে তাদের। জানা যায়, ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সেখানেই আলাদা দুটি পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন এই দুই সংগীত তারকা। খবর বাংলানিউজের।
অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান সংবাদমাধ্যমকে জানান, সংগীত নিয়ে দেশের সবচেয়ে বড় এই আয়োজনের ১৭তম আসর ১৮ অক্টোবর পদ্মা সেতুর পাড়ে বসবে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন প্রত্যেকে ৬ মিনিট করে গাইবেন। এবারের আয়োজনে আরো গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, ইমরান, কোনাল। এছাড়াও বিভিন্ন সময়ের রিয়্যালিটি শো সেরাকণ্ঠ, খুদে গানরাজ, গানের রাজা ও বাংলার গায়েনের শিল্পীরা। চার ঘণ্টার এই আয়োজনে চলচ্চিত্রের শিল্পীরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধআমিতো মাত্র দুজনকে বিয়ে করেছি : শাকিব খান
পরবর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের এন্ট্রি আহবান