পদ্ম দিঘি

শাহজালাল সুজন | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

এক যে ছিল পদ্ম দিঘি

পাশে সবুজ বন,

জুঁই চামেলি আড়াল থেকে

কেড়ে নিতো মন।

সন্ধ্যা হলে ডানা মেলে

আসতো পরীর দল,

গোসল করতো জলে নেমে

পানি ছল ছল।

সবুজ পাতার কচি ডগায়

থাকতো ফুটে ফুল,

পরীরা তাই গয়না বানায়

কানে পরতো দুল।

লাল নীল ফুল সুবাসিত

হাওয়ায় মিশে রয়,

গল্পের পাতায় পদ্ম দিঘি

গানের সুরে কয়।

পূর্ববর্তী নিবন্ধএক বিজয় করেছো, আরেক বিজয় আসবে
পরবর্তী নিবন্ধছোট্ট আমার ভাই