পদ্ম গোখরা ও ডিমসহ দুধরাজ সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারী স্ন্যাক রেসকিউ টিম (এসআরটিবিডি) সদস্যদের সহযোগিতায় স্থানীয় বন বিভাগ কর্মীরা ৩ফুট পদ্ম গোখরো সাপ ও ডিমসহ ২টি দুধরাজ সাপ উদ্ধার করেছে।
গতকার শনিবার উপজেলার বড়দীঘির পাড় অহনা পাড়া ও দক্ষিণ পাহাড়তলীর সন্দ্বীপ কলোনী এলাকা থেকে এ বিষাক্ত সাপ উদ্ধার করা হয়। স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান গতকাল শনিবার এসআরটিবিডি সহযোগিতায় ও ৫টি ডিমসহ ২টি সুস্থ দুধরাজের বাচ্চা ও ৩ ফুট দৈর্ঘ্যের ১টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করি। পরে হাটহাজারী পৌরসভার পশ্চিমে বনবিভাগের আওতাধীন সাপগুলোকে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধম্যারিকোর পণ্য বিতরণ করবে এলবিয়ন গ্রুপ
পরবর্তী নিবন্ধশিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক কর্মশালা সম্পন্ন