পদ্মা সেতু : পদ্মা পাড়ি দেবার নতুন নৌকা

ডা.দিলীপ দে | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

পদ্মা সেতু চলছে।

দ্বি-তল ঐশ্বর্যের অতুল স্বপ্নের পদ্মা সেতু।

তার নীচে পদ্মা নদী থেমে নেই, চির বহমান অপার জলৈশ্বর্যধারিণী চিরচেনা অথৈ প্রমত্তা পদ্মা।

মানুষ পেরুবে আজ পদ্মা নির্ভয় অবলীলায়- স্বাধীন এ’ পার বাংলায় এই ছিল নিয়তি-নির্ধারিত। পদ্মাসেতু মানে আজ সমগ্র বাংলাদেশ ও তার অটুট উজ্জ্বলতা, তার অধিক সামনে এগিয়ে যাবার ক্রমবিবর্তনীয় এক স্বপ্ন ও আকাঙ্ক্ষা।

একটা আবেগ এভাবে জমা হচ্ছিল ভেতরে ভেতরে, সবাই যুক্ত হবার, সে আবেগে পদ্মাকেও ডাকা হলো, তার স্রোতে হাঁটু জলে গলা জলে দাঁড়িয়ে মানুষ বানালো- তাকে পাড়ি দেবার বিষ্ময়কর নতুন নৌকা- বাংলাদেশের মানুষ এ অব্যর্থ দিগ্বিজয়ের নাম থু’ল উর্ধ্ব উন্নত অজর অজেয় স্বপ্নের পদ্মা সেতু। তারপরে অবশেষে পদ্মা সেতু- পদ্মার ঘাটে বাঁধা হল, খেয়া পারাপারের এ’ এক নতুন নৌকা, সবার জন্য হাসিনা’র নব-জলযান।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু : আমাদের অহংকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়