পদ্মা সেতু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় নগরের আকবর শাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এতে আগামী ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

গতকাল রোববার আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, ফজলুল হক সোশ্যাল মিডিয়ায় পদ্মা সেতু নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তা ভাইরাল হয়েছে।

এতে ‘তৃণমূল নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে’ উল্লেখ করে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগে মাদক নির্মূল সম্ভব
পরবর্তী নিবন্ধ৪ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল