পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলশী ক্লাবে আনন্দ উৎসব গত মঙ্গলবার ক্লাবের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ এবং সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের ত্রাণ প্রদানের জন্য তহবিল গঠন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ উৎসব সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল ডা. এম এ করিম। উৎসবের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ পদ্মা সেতু প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি আহমেদুল হক আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসাইন, অর্থ সম্পাদক মো. শওকত আলী তালুকদার, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক হাসান আকবর, স্বাস্থ্য সম্পাদক ডা. শংকর কুমার ঘোষ, ইসি সদস্য মো. শাহজালাল, মো. নাছির উদ্দিন ও ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের ত্রাণ প্রদানের জন্য সদস্যদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে প্রায় ১১ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়, যা দিয়ে ৮শ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












