পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

আর দুই মাস পর ভারতে বসতে যাচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ। আর সে বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ভ্রমণে বের হয়েছে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। মহাকাশ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে গত ২৭ জুলাই থেকে বিশ্ব ভ্রমণ শুরু করে বিশ্বকাপ ট্রফি। এরই মধ্যে আটটি দেশ ঘুরে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। বিশ্বকাপ ভ্রমণের নিয়ম হচ্ছে যে দেশে যাবে সেদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে সঙ্গী করে ছবি তোলা হবে। বর্তমানে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আর সে পদ্মা সেতুকে সঙ্গী কের ফটোসেশন করল বিশ্বকাপ ট্রফি। গতকাল সোমবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুকে পেছনে রেখে আয়োজন করা হয় বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ফটোশ্যুটের। প্রমত্তা পদ্মার ওপর বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে পদ্মা সেতু। সেই পদ্মা নদী এবং পদ্মা সেতুর সামনে তোলা হলো বিশ্বকাপ ট্রফির ছবি।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে গত রোববার রাত ১২টার পরই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায়। তিনদিন অবস্থান করবে বাংলাদেশে। এরপর চলে যাবে কুয়েতে। গতকাল পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করা হয়। আইসিসি ট্রফি ওয়ার্ল্ড ট্যুরের কর্মকর্তাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিসিবি কর্মকর্তারা। পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে ঢাকায় ফিরে এসেছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। তবে এই প্রদর্শনীতে থাকতে পারবে না সাধারণ মানুষ। এখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা। সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামীকাল বুধবার। পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে। এরপর ট্রফি ফিরে যাবে পরবর্তী গন্তব্য কুয়েতে।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে অপহৃত কিশোরী উদ্ধার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ