পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু বগিতে গান ধরলেন বাবু

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

স্বপ্নের পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ঢাকাভাঙা অংশের উদ্বোধনের পর প্রথম ট্রেন ছেড়ে যায় মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙা স্টেশনে। এ ট্রেন যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যার মধ্যে দেশের শোবিজ তারকাদের মধ্যে ছিলেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তাদের সঙ্গে একই বগিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। চলন্ত ট্রেন থেকে প্রতিমন্ত্রী নিজের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। সেখানে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় নিজের গাওয়া জনপ্রিয় গান ‘নিথুয়া পাথারে’ গেয়ে শোনাতে দেখাতে যায় ফজলুর রহমান বাবুকে। খবর বাংলানিউজের।

এসময় তাদের সঙ্গে আরও দেখা যায় নায়ক ফেরদৌস, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে। অভিনেতাগায়ক ফজলুর রহমান বাবুর জন্ম ফরিদপুরে। সেখানেই কেটেছে শৈশব ও কৈশর। সেই ফরিদপুরে প্রথম ট্রেন যাত্রা, বিষয়টি দক্ষিণের মানুষের মত তার কাছেও গর্বের ও আনন্দের। সেই আনন্দেই হয়তো চলন্ত ট্রেনে কণ্ঠে সুর তুলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে স্কুল ভিত্তিক পুতুল নাট্য আয়োজন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৭.৬৭ কোটি টাকা