পদ্মা সেতু

সৈয়দা সেলিমা আক্তার | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আজিয়া বিরাট কাম অইয়ে
ও ভাবী ও বদ্দা
উদ্বোধন অইয়ে আঁরার
স্বপ্নর সেতু পদ্মা।

কাত্তুন এনডুইল্ল্যা সাহস
কথা কাজে এক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অবাক অই চাই বেক।

শত বাধা আর ভয় পার গরি
এন এক্কান কাম অয়
বিশ্ববাসী অবাক অই
বেকে চাই রয়।

শেখের বেটি বিশ্ব সেরা
জনতা বেক কয়
জয় বাংলা জয় পদ্মা সেতু
শেখ হাসিনার জয়।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর ছড়া
পরবর্তী নিবন্ধজয় বাঙালির জয়