পদ্মা উৎসবের পুনর্মিলনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ৭ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব হলে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৪ জুলাই পদ্মার গান, কবিতা, নৃত্যের আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল শিশু কিশোরদের পদ্মা উৎসব। পদ্মা সেতু নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হওয়া এই উৎসব হয়েছিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। বাংলাদেশের প্রথম কমিউনিটি স্টুডিওর আয়োজনে গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক। কমিউনিটি স্টুডিওর স্টার্ট আপ পরিচালক সরোয়ার আমিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ও সমাজসেবক মাহফুজুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, রন্ধন শিল্পী জোবাইদা আশরাফ, শিল্পী অনামিকা তালুকদার, সাজ্জাদ উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।