পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের সাথে গত ১৩ এপ্রিল দ্বি-পাক্ষিক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে পরিচালক (অর্থ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমানসহ ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সিবিএ সভাপতি মো. জসিম উদ্দিন, অন্যান্য সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।