পদ্মা অয়েল কোম্পানী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

পদ্মা অয়েল কোম্পানীর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন গত ২৪ ডিসেম্বর সম্পন্ন হয়। এতে সভাপতি পদে মীর মোহাম্মদ ফখরউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. আনিসুর রহমান নির্বাচিত হন। এছাড়া অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. সফিউল আজম, মো. রেজাউল করিম সিদ্দিকী, ফরিদ উদ্দিন আহামদ, যুগ্মসম্পাদক মো. হামিদুল্লাহ সাদিক, মো. কামরুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক বিজয় প্রসাদ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিসুল হক, আপ্যায়ন সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক রাগিব হাসান, সদস্য মিলাদুন্নবী, আরাফাতুল ইসলাম, সঞ্জয় কুমার সাহা, এস.এম দেলোয়ার হোসেন, মো. আব্দুল হান্নান, মো. ফয়েজ আহমেদ, মো. শফিকুল ইসলাম, আব্দুল হাকিম, রাম প্রসাদ চক্রবর্তী ও রিজভী আহমেদ শফিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাজী দোস্ত মোহাম্মদ
পরবর্তী নিবন্ধজেসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন মঈন উদ্দিন নাহিদ