পদ্মার ভাণ্ডারে থাকা গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রি শুরু

আজাদীতে সংবাদ প্রকাশের পর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

অবশেষে পদ্মা অয়েল কোম্পানির ভাণ্ডারে থাকা গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রি শুরু হয়েছে। নতুন সিলিন্ডার হওয়ায় এগুলো ডিলারেরা কিনতে আগ্রহী নয় এমন অজুহাতে কয়েক হাজার গ্যাস ভর্তি সিলিন্ডার গুদামজাত করে রাখা হয়েছিল। দেশব্যাপী এলপি গ্যাসের জন্য হাহাকার চললেও এসব সিলিন্ডার ডিলারদের সরবরাহ দেয়া হয়নি। গতকাল দৈনিক আজাদীতে বিষয়টি নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশের পর সকাল থেকে সিলিন্ডার সরবরাহ শুরু হয়েছে। গতকাল বিপুল সংখ্যক সিলিন্ডার ডিলারেরা সরবরাহ নিয়ে গেছেন। এসব এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার খুচরা বাজারেও বিক্রি শুরু হয়েছে। গতকাল একদিনেই ১ হাজার ৮০টি সিলিন্ডার গ্যাস সরবরাহ দিয়েছে পদ্মা অয়েল লিমিটেড। সূত্র জানিয়েছে, দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর গতকাল সকালে ডিলারেরা পদ্মা অয়েল কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তার দফতরে গ্যাসের জন্য ভিড় করেন। এসময় তাদেরকে গ্যাস সিলিন্ডার সরবরাহ দেয়া হয়। বিজিবি এককভাবেই গতকাল ৫শ’ নতুন সিলিন্ডার ভর্তি গ্যাস কিনে নিয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে পদ্মা অয়েলের ভাণ্ডারে থাকা গ্যাসভর্তি সিলিন্ডারগুলো বিক্রি হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে সূত্র বলেছে, গতকাল বিক্রি শেষে পদ্মা অয়েলের গুদামে আরো ৫ হাজার ৪৪২টি গ্যাস সিলিন্ডার রয়েছে। পদ্মা অয়েলের সিলিন্ডারগুলো বাজারে আসলে চট্টগ্রামের বাজারে অন্ততঃ স্বস্তি ফিরে আসবে উল্লেখ করে গতকাল কয়েকজন ডিলার জানিয়েছেন, এতোগুলো গ্যাস যে লুকিয়ে রেখেছে তা আমরা জানতামই না। দৈনিক আজাদী সংবাদ প্রকাশ না করলে এসব সিলিন্ডার গুদামেই মজুদ থাকতো। সিলিন্ডারগুলো ভুয়া কাগজপত্র তৈরি করে বাড়তি দামে কারো কাছে বিক্রি করার পাঁয়তারা ছিল কিনা তারা সেই প্রশ্নও তোলেন।

পূর্ববর্তী নিবন্ধবাইক ও আইফোন কেনার জন্য ‘অপহরণ নাটক’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কেমন হবে ভোটের সমীকরণ