শিক্ষা মন্ত্রণালয় গত ২৮ মার্চ যে জনবল কাঠামো প্রকাশ করে তাতে কলেজ শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনুপাত বাতিল না করে বরং উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে চালু থাকা সহকারী অধ্যাপকের পদ বিলুপ্তি ও সিনিয়র প্রভাষকের পদ সৃষ্টির করা হয়। এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চালু থাকা সহকারী অধ্যাপকের পদ অবনমন করে সিনিয়র প্রভাষকের পদ সৃষ্টি শিক্ষকদের মর্যাদা হানিকর একটি বিষয় বলে বাকবিশিস মনে করে। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। যে বিষয়টি গভীর উদ্বেগের সাথে লক্ষণীয়, তাহল ২৮ মার্চের আগে যে সকল শিক্ষক পদোন্নতির জন্য অনলাইনে আবেদন করেছেন জনবল কাঠামোর দোহাই দিয়ে তাদের ফাইল নিষ্পত্তি না করে আটকে রাখা হয়েছে।
বাকবিশিসের পক্ষ থেকে ড. নুর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ নুরুল আফসার, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক পুলক কান্তি রায়, অধ্যক্ষ আলম আকতার, অধ্যাপক অসীম চক্রবর্তী, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ দাবি জানান, যে সকল শিক্ষক ২৮ মার্চের আগে যথাযথভাবে আবেদন করেছেন তাদের পদোন্নতির বিষয়টি যেন অনতিবিলম্বে নিষ্পত্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












