পদুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইউনিয়নের রাজারহাট বাজারে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজারহাট ব্রিজ থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার সদস্য নুরুল ইসলাম মেম্বার।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বাসের ধাক্কায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধবিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা