লোহাগাড়ায় এক রাতে তিনটি চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, সংঘবদ্ধ চোরের দল প্রথমে এলাকার জয়নাল এন্টারপ্রাইজ থেকে ১টি এলইডি টিভি নিয়ে যায়। এছাড়া আঁধার মানিক পিডিএস উচ্চ বিদ্যালয়ের অফিসে ঢুকে কাগজপত্র তছনছ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন নন্দী জানান, তার অফিস কক্ষ থেকে নগদ ১৫ হাজার ৭শ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে চোরের দল আঁধার মানিক কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। লোহাগাড়া থানার এসআই যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, স্থানীয় মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।