পদুয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, নিঃস্ব দিনমজুর পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক দিনমজুরের বসতঘর। গত শুক্রবার দিনগত রাত ১২টার দিকে পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড হরিহর সারাশিয়া পূর্বপাড়া গ্রামের আবুল খায়েরের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়া পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর জীবন পার করছেন। রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করেন স্থানীয়রা। জানা গেছে, মাটির তৈরি বসতঘরটিতে একসাথে থাকতো আবুল খায়েরের ছেলে লোকমান ও ওসমানের দুটি পরিবার। শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়ে পড়েন তখনই হঠাৎ আগুন লেগে মুহুর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তারা কোনরকম বের হয়ে জীবন রক্ষা করেছেন। এছাড়া ঘরের কোন জিনিস রক্ষা হয়নি, সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। এনামুল হক নামে তাদের এক আত্মীয় জানান, অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে দিনমজুর লোকমান ও ওসমানের পরিবার। আগুনে তাদের বসত ঘরসহ সবকিছু পুড়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই ও সহায়সম্বল হারিয়ে অসহায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আলম নিপু ছিলেন কর্মে, গুণে ও সাফল্যে উজ্জীবিত ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিরল গুঁইসাপ উদ্ধার