বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রি–বার্ষিক সম্মেলন ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মনিকা তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য খামারি এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নিলুফা আকতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু জাফর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসান তালুকদার প্রমুখ। পদুয়া মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্দিরা বড়ুয়া ও মাস্টার অঞ্জন দাশের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মাস্টার মো. রফিক, মো. সেলিম উদ্দিন, ডা. মো. জসিম, মাস্টার সাবের আহমদ, মো. নুরুল আমিন, মো. সাখাওয়াত হোসেন, মো. সুমন, ইসমাঈল হোসেন টিটু, সঞ্জয় দে ভুট্টো, ইমাম হোসেন, মিলন বড়ুয়া প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও গঠিত হয়নি নতুন কমিটি।