পদাতিকের হকি খেলোয়াড়দের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্টের ৯ম ও ১০ম আসরে যথাক্রমে অপরাজিত চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ায় এনায়েত বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন পদাতিক তাদের হকি খেলোয়াড়দের সংবর্ধিত করেছে। গতকাল সন্ধ্যায় এম..আজিজ স্টেডিয়াম শপিং কমপ্লেক্সের ক্লাব৯৬ কার্যালয়ে অনুষ্ঠিত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় ম্যানেজার এবং সংগঠনের আহবায়ক মোহাম্মদ মোশফেকুর রহমান আরমানের সঞ্চালনায় সভাপত্বি করেন পদাতিক এর প্রতিষ্ঠাতা সদস্য সাঈদ হাসান সারওয়ার খসরু। এতে প্রধান অতিথি ছিলেন হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চীফ্‌ কোচ মহসিনুল হক চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামীতে পদাতিক সহ চট্টগ্রামের সকল হকি ক্লাবগুলোকে সিজেকেএস হকি লিগে অংশগ্রহণের সুযোগ দানের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য আসাদুর রহমান ,আবু তাহের , সাবের আহমেদ, তৌহিদ হাসান ইকবাল, সদস্য আবরার উর রহমান, ফারদিন হাসান তানজিম। এরপর অধিনায়ক নীলেশ বৈদ্য ও খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান আওসাফ ও ফারদিন। অনুষ্ঠানের শুরুতে পদাতিক এর সংগঠক ব্যান্ড শিল্পী আসাদুর রহমান একক সংগীত পরিবেশন করেন। পরে খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছাস্বরূপ ট্র্যাক সুট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকাকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের পরামর্শক ইউনিস খান