রাজধানীতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বাম ছাত্র সংগঠনগুলোর ১২ নেতার নামে মামলা হয়েছে। রমনা থানায় এসআই আবুল খায়ের গত মঙ্গলবার রাতে ওই মামলা করেন জানিয়ে ওই থানার ওসি গোলাম ফারুক বলছেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। খবর বিডিনিউজের।
মামলায় আসামি করা হয়েছে, অং অং মারমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন কলেজ শাখার সভাপতি সুমাইয়া শাহিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সদস্য আদ্রিতা রায়, ছাত্র ফেডারেশনের সদস্য আরমান, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান, বাম ছাত্র সংগঠনের কর্মী রিচার্ড, ছাত্র ফেডারেশনের হাসান শিকদার, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সীমা আক্তার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক মাঈন আহম্মেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরীকে।
এজাহারে পুলিশের অভিযোগ, প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ও রাস্তায় যানবাহন চলাচলের স্বার্থে বিক্ষোভকারীদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে অনুরোধ করলে তারা রমনা বিভাগের সহকারী কমিশনারসহ পুলিশ কর্মকর্তাদের ওপর চড়াও হয়। তারা মারমুখী ও উদ্ধত আচরণ করতে থাকে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে, ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের হামলায় রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ সাতজন পুলিশ সদস্য আহত হন।