পদবী ও গ্রেড পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশে ১৫ দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাকাসস চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ তৃতীয় সপ্তাহের প্রথমদিন গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। এ উপলক্ষে এক সভা সংগঠনের উপদেষ্টা সাদিয়া নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার দাশ। সভায় অতিথি ছিলেন বাকাসস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য উদয়ন কুমার বড়ুয়া ও সিনিয়র সদস্য স্বদেশ শর্মা, সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন।
বাকাসস চট্টগ্রাম জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলে আকবর চৌধুরী, সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল মুহাম্মদ কাদের, সুফিয়া খাতুন, মো. আলাউদ্দিন, আলী আজম খান, আবদুল মান্নান, দেবাশীষ রুদ্র, সাইফুর রহমান, সোয়েব মোহাম্মদ দুলু, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম, আবদুল মোবিন, ইখতিয়ার উদ্দিন, বিজয় বড়ুয়া, সায়েদুল ইসলাম, রিয়াজ উদ্দীন আহম্মদ, পুতুল দত্ত, মাহবুবুর রহমান, অরুন মল্লিক, বিশ্বজিত দাশ, মো. নুরুচ্ছফা, কানু বিকাশ নন্দী, সাদেক উল্লাহ, শাপলা দাশগুপ্ত, সারাহ্ হোসেন, মো. শাহেদ, মিজানুর রহমান চৌধুরী, পরাগ মনি, আবদুল অদুদ, নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, শাহনাজ সুলতানা, সাঈদুল ইসলাম, মোজাফফর হোসেন, শফিউল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, কাজলী দেবী, আনোয়ার হোসেন, সাদিয়া নুর, লিটন বিশ্বাস প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।












