রাষ্ট্রের সর্বাচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গতকাল বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন পদত্যাগ করবেন বলে জানান তিনি। এর আগে গত ৫ নভেম্বরও তিনি একই কথা বলেছিলেন।
তিনি ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বলে ওইদিন জানিয়েছিলেন। খবর বিডিনিউজের।
রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
ওইদিন আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন (পদত্যাগ) করব।












