পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তাদের পদত্যাগপত্র জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা। পরে সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিকাল ৫টায় যমুনায় পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হবে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।

প্রেস সচিব জানান, পদত্যাগী দুই তরুণ উপদেষ্টাকে নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানান সরকারপ্রধান। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাদের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন আসিফ মাহমুদ। সেখানে তিনি তার সময়ে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি আগেই বলেছি, আমার নির্বাচন করার ইচ্ছে আছে। তবে কোন আসন থেকে করব, সেটা এখনো ঠিক করিনি। পদত্যাগ করেছেন কিনা কিংবা পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন করতে কিছুদিন আগে কুমিল্লা থেকে ঢাকা১০ এলাকার ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। ঢাকা১০ আসনে নির্বাচন করার কথা রয়েছে তার। অন্যদিকে মাহফুজ আলম লক্ষ্মীপুর১ আসনের ভোটার। তিনি বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও সেখানে এখন অন্য প্রার্থী দিচ্ছে বিএনপি।

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গত রোববার একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে। এনসিপি গতকাল ১২৫ আসনে আসনে দলীয় প্রার্থী তালিকাও ঘোষণা করেছে। তবে ঢাকা১০ কিংবা লক্ষ্মীপুর আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

পূর্ববর্তী নিবন্ধশরীরে ২৬ ছররা গুলি, মরদেহের অর্ধেক গাড়িতে, বাকিটা সড়কে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া ওষুধে রেসপন্স করছেন