পদত্যাগ করলেন চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর সুফিয়া বেগম পরিচালক পদ থেকে অব্যহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন। গতকাল রোববার তিনি এই চিঠি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।

চিঠিতে প্রফেসর সুফিয়া বেগম উল্লেখ করেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২২ সালের ২ ডিসেম্বর থেকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছি। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে পরিচালকের দায়িত্বে বহাল থেকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।’

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ আজাদীকে বলেন, ‘রোববার উনার চিঠি পেয়েছি। বিষয়টি বিবেচনা করা হবে। আর নতুন করে কাউকে নিয়োগ দেওয়া আপাতত সম্ভব না। উপাচার্যসহ প্রশাসন আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

এর আগে গত ১২ আগস্ট চবি উপাচার্য প্রফেসর আবু তাহের পদত্যাগ করেন। এছাড়া উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর সেকান্দার চৌধুরী, প্রক্টরিয়াল বডি, সকল হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৩ ঘণ্টার দুর্ভোগ
পরবর্তী নিবন্ধতাজা দেখাতে পচা মাছে রং, চকবাজারে বিক্রেতাকে জরিমানা