পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ক্ষমতায় বসার এক বছর পার হওয়ার আগেই পার্লামেন্টের উভয় কক্ষে জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ভেতরবাইরে চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। খবর বিডিনিউজের।

রোববার এক সংবাদ সম্মেলনে ৬৮ বছর বয়সী এ রাজনীতিক বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে নতুন নেতৃত্ব বেছে নিতে বলেছেন। পদত্যাগের ঘোষণা দিলেও নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইশিবাই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তার পদত্যাগ নড়বড়ে অবস্থায় থাকা দেশটির নীতি স্থবিরতার কাল আরও দীর্ঘায়িত করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইশিবার ঘনিষ্ঠ একটি সূত্র প্রধানমন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন।

একসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো ইশিবা প্রধানমন্ত্রী হয়েছেন এক বছরও হয়নি, এর মধ্যেই তার জোট পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। জীবনযাপনের খরচ বাড়তে থাকায় ভোটারদের ক্ষোভ তার দল ও জোটের ওপর গিয়ে পড়েছে। জুলাইয়ে উচ্চকক্ষে পরাজয়ের পর তার দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি (এলডিপি) তাকে দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানালেও তিনি এতদিন তা প্রত্যাখ্যান করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ান প্রণালীতে অস্ট্রেলিয়া কানাডার যুদ্ধজাহাজ
পরবর্তী নিবন্ধইউক্রেনের প্রধান সরকারি ভবনে আগুন