পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১২:৫৪ অপরাহ্ণ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি তার পদত্যাগপত্রটি পোস্ট করেছেন। খবর বাসসের।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জাভেদ জারিফের নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরেই বিতর্ক চলছিল। অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়ে সেই বিতর্কের অবসান ঘটালেন তিনি। জাভেদ জারিফ বলেন, বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে তিনি পদত্যাগ করেছেন।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে সমালোচকেরা তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে শুরু করে। সমালোচকদের মতে, জাভেদকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে। কারণ, তার সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তারা জন্মসূত্রে ওই দেশের নাগরিক। জাভেদ জারিফ জানান, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগ করতে উপদেশ দিয়েছেন। দেশের চলমান টালমাটাল পরিস্থিতিতে সরকারের ওপর আরও চার তৈরি করা থেকে বিরত থাকতে তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার উপদেশ দেন বিভাগীয় প্রধান গোলাম হোসেন। ইরানের সাবেক শীর্ষ এই কূটনীতিক লেখেন, আশা করছি, আমার পদত্যাগের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও সরকারের সফলতার পথে বাধা দূর হবে।

পূর্ববর্তী নিবন্ধবলিভিয়ায় ট্রাকের ধাক্কায় বাস গিরিসঙ্কটে পড়ে নিহত অন্তত ৩১
পরবর্তী নিবন্ধমিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে