চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। এছাড়া সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রোকন উদ্দিন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক সৌরভ সাহা জয়। তারা দু’জনই চবিতে নিয়োগের ৪০ দিনের মাথায় এ পদে দায়িত্ব পেলেন।
গতকাল রবিবার সাড়ে বারোটার দিকে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের ঘণ্টাখানেক পরেই তাদের নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ১২ মার্চ হতে পরবর্তী নির্দেশ না পর্যন্ত প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো।
নতুন প্রক্টর নিয়োগের আগে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮ পদ থেকে ১৬ জন একযোগে পদত্যাগ করেছেন।
নতুন প্রক্টর নিয়োগের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, নতুন একজন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টরকে নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রোকন উদ্দিন ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক সৌরভ সাহা জয়।
চলতি বছরের ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট এবং ওশানোগ্রাফি বিভাগে নতুন প্রভাষক হিসেবে যোগদান করেন সৌরভ সাহা জয় ও রোকন উদ্দিন। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষকতার বয়স মাত্র ৪০ দিন। তবে এর মধ্যেই তাদের দুজনের কাঁধে উঠলো সহকারী প্রক্টরের দায়িত্ব। অর্থাৎ শিক্ষক হওয়ার পর প্রশাসনিক দায়িত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১ মাস ১০ দিন।