পদত্যাগের কারণ দেখছি না : সামান্তা শারমিন

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে আজকে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে তিনি দল থেকে পদত্যাগের কোনো যৌক্তিক কারণ দেখছেন না বলে জানিয়েছেন।

গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। এতে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। খবর বাংলানিউজের।

গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। এমনকি তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছেন। এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি; তাও উল্লেখ করেছেন।

তিনি আরো বলেছেন, তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সব বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে রোববার বিকেল সাড়ে ৫টায় এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো।

তিনি বলেন, আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না, যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল।

পূর্ববর্তী নিবন্ধসুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফের দস্যুতা মামলার আসামি বায়েজিদে গ্রেপ্তার