পালকে গুঁজেছো মুখ
তাতে যদি সুখ পাও, স্বস্তি পাও
ভেজে ঠোঁট, পাও যদি আনন্দ– জীবন
মৃত্যুর মিছিল থেকে পারো যদি নিজেকে বাঁচাতে
আপাতত বন্দি রেখো নিজেকে, সযত্নে, আপন খাঁচাতে।
এ জীবনে সবকিছু দিয়েছিলে পরহিতব্রতে
পর কি রেখেছে মনে, লিখেছে তোমার নাম গোপন কোঠরে?
কোথায় সে মনিকৌটো, কোথায় সে বুকের কন্দর
যতক্ষণ দিয়েছিলে স্বর্ণমুদ্রা, মুক্তোর মালা
সর্পের ফণা থেকে তুলে এনে দিয়েছিলে মণি
তোমাকে আটকে রেখে শূন্য করেছে সে হীরকের খনি
সে আছে সুখের ঘুমে, তুমি আছো দমবন্ধ গুহায়।
তবু ভাবো, বেঁচে আছো, মৃত্যুময় অপার সাহারায়
কী দিয়েছো, কী পেয়েছো, সে হিসেব খাতায় লিখো না
এসব অক্ষর– দুঃখ কোনদিন কেউ পড়বে না
মেরুতে তুষারঝড়ে ভালুকের পদচিহ্ন ঠিকই মুছে যায়।










