চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় সিএনজি টেক্সির যাত্রীদের বাঁচাতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ট্রাফিক কনস্টেবল মনিরুল ইসলাম। দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ তিনিসহ চট্টগ্রামের ১৮ জন পুলিশ সদস্য এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও আইজি ব্যাজ পেয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। গতকাল শুক্রবার পুলিশ সপ্তাহ উপলক্ষে নির্বাচিত ব্যক্তিদের মাঝে পদক দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রসঙ্গত ২০২১ ও ২০২০ সালের পদক এবার একই সাথে দেওয়া হয়েছে। ২০২১ সালে চট্টগ্রামের যে সকল পুলিশ সদস্য পদক পেয়েছেন, তাঁদের মধ্যে উপ পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) এস এম মোস্তাইন হোসেন বিপিএম–সেবা পদক পেয়েছেন। পিপিএম পদক পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার নাজমুল হাসান, র্যাব–৭ চট্টগ্রামের নায়েক মো. ওবায়দুল হক সরকার।
২০২০ সালে পদকপ্রাপ্তদের মধ্যে বিপিএম পদক পেয়েছেন র্যাব–৭ চট্টগ্রামের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। বিপিএম–সেবা পদক পেয়েছেন সিএমপির উপকমিশনার (সদর) মো. আমির জাফর। পিপিএম পদক পেয়েছেন সিএমপির সাবেক অতিরিক্ত উপ–কমিশনার আসিফ মহিউদ্দীন, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) নোবেল চাকমা, র্যাব–৭–এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা মো. মাশকুর রহমান। পিপিএম–সেবা পদক পেয়েছেন বর্তমানে আকবরশাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ শওকত হোসেন।