টোকিও অলিম্পিকে সাঁতারে স্বর্ণের লড়াই শুরু হতে না হতেই শ্রেষ্ঠত্বের ব্যাটন চীনের কাছ থেকে কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, পদক জয়ের তালিকায় জাপানও পেছনে ফেলে দিয়েছে চীনকে। গতকাল দুটি স্বর্ণ জয় করে জাপানিরা। চীনাদের গলায় উঠেনি কোনো স্বর্ণ।
গতকাল বিকাল পর্যন্ত ৭টি স্বর্ণের সঙ্গে ৩টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ তথা তাম্র পদকসহ মোট ১৪টি পদক জিতেছে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা। ৭টি স্বর্ণ জিতেছে স্বাগতিক জাপানও। তবে অন্য পদকগুলো তাদের কম। ১টি রৌপ্য এবং ৩টি তাম্র পদক জিতেছে তারা। মোট পদক ১১টি। ৬টি স্বর্ণ জিতেছে চীনারা। ৩টি রৌপ্য পদকের সঙ্গে তাদের তাম্র পদক ৬টি। মোট পদক সংখ্যা ১৫টি। গতকাল স্বর্ণের তালিকায় নাম তুলেছে গ্রেট ব্রিটেন। ৩টি স্বর্ণ জিতেছে তারা। সঙ্গে ২ট রৌপ্য এবং  ১টি তাম্র তাদের। দক্ষিণ কোরিয়াও জিতেছে ৩টি স্বর্ণ পদক। আরচারিতে গতকাল আরও একটি স্বর্ণের দেখা পেয়েছে তারা।
        











