পথ ভুলে হারিয়ে যাওয়া শিশুকে মা-বাবার কাছে ফিরিয়ে দিল পুলিশ

আজাদী প্রতিবেদন

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

স্বজনকে বিদায় দিতে ঘর থেকে বেরিয়েছিলেন মাবাবা আফিয়া বেগমজুয়েল রানা। তবে লক্ষ্য করেননি যে তাদের আড়াই বছরের সন্তান রাফিও তাদের পিছু নিয়েছে। ঘরে ফিরে দেখেন একমাত্র সন্তান নেই। এদিকে রাফিও পথ ভুলে চলে গেছে অন্য দিকে। রাফিকে কান্না করতে দেখে এক মহিলা তাকে নিয়ে হাজির হন বায়েজিদ থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা তার অভিভাবকের সন্ধানে ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্ট দেখে ছেলে রাফিকে খুঁজে পায় মাবাবা। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাফিকে তার বাবামায়ের হাতে তুলে দেন ওসি সঞ্জয় সিনহা। আফিয়াজুয়েল রানা দম্পতি নগরীর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। জুয়েল রানা পেশায় শ্রমিক। ওসি জানান, সকাল ১০টার দিকে শান্তিনগর এলাকা থেকে আড়াই বছরের শিশু রাফি হারিয়ে যায়। এক মহিলা আনন্দবাজার এলাকায় রাফিকে কাঁদতে দেখে থানায় নিয়ে যায়। এরপর তিনি ফেসবুকে একটি নিখোঁজের পোস্ট দেন। সেই পোস্ট দেখে এক ব্যক্তি রাফির মাবাবাকে খবর দেন। এরপর তারা থানায় ছুটে আসলে রাফিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ওসি সঞ্জয় সিনহা আরও বলেন, প্রায়ই আমাদের থানায় হারিয়ে যাওয়া শিশুদের খবর আসে। তখন আমি থানার নামে খোলা ফেসবুক আইডিতে পোস্ট দিই। সেসব পোস্ট মানুষ প্রচুর শেয়ার করে। ফলে নিখোঁজ হওয়া এসব শিশুদের তাদের বাবামা সহজেই খুঁজে পান। রাফির ক্ষেত্রেও আমি একইভাবে পোস্ট দিই। দুই ঘণ্টার মধ্যেই তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করে।

পূর্ববর্তী নিবন্ধজীবনসংগ্রামী রেখা রাণী ওঝার পাশে দাঁড়াল পুনাক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিশ্ব সংগীত দিবস