রক্ত উঠে টগবগিয়ে
বুকে আসে বল
স্বাধীন দেশের ঝান্ডা হাতে
চলরে সবাই চল।
৭ই মার্চের ভাষণ আছে
আর কিছু তো চাই না
সত্যি কথা মিথ্যা করে
শান্তি ওরা পায় না।
মুজিব ডাকে ঝাঁপিয়ে পড়ে
বীর জনতার দল
মুখে ছিল একটি কথা
যুদ্ধে সবাই চল।
বারে বারে বন্দি হয়ে
কারাগারে গেল
লাল সবুজের পতাকাটি
বাঙালিরা পেল।