পূর্ব পরিচিত এক সিএনজিচালিত অটোরিকশা চালক পথের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার অভিনয় করে যাত্রীর তিন লাখ টাকা নিয়ে পালিয়েছিল। কিন্তু তার সেই মিশন সফল হয়নি। মো. ফারুক নামের ওই অটোরিকশা চালককে আজ শনিবার (৫ জুন) ভোরে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলানিউজ
গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও একটি ট্যাব।
ফারুকের বাড়ি কুমিল্লার বাংগরা বাজার এলাকায়। তিনি ভাড়া বাসায় থাকেন নগরীর চান্দগাঁও মৌলভিপুকুর পাড় এলাকায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “মো. ইমরান নামে এক যুবক মামার বাসা থেকে নগদ ৩ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে নিজের বাসায় যাচ্ছিলেন। নিরাপত্তার কথা ভেবে পূর্ব পরিচিত ওই অটোরিকশা চালকের টুলবক্সে রাখেন টাকাগুলো। হঠাৎ পথের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার অভিনয় করে ইমরানকে দোকান থেকে ব্লেড ও দিয়াশলাই আনতে পাঠান অটোরিকশা চালক ফারুক৷ সেই সুযোগে টাকা নিয়ে সটকে পড়েন তিনি।”
ওসি বলেন, “বিষয়টি পুলিশকে জানানোর পর কুমিল্লার বাংগরা এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক ফারুককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি এক লাখ টাকায় কেনা স্বর্ণালংকার এবং একটি ট্যাবও উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।”
এ ঘটনায় ভুক্তভোগী যুবক ইমরান মামলা করেছেন বলে জানান তিনি।