দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ দোকানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রমজান মাসে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। গতকাল রোববার দুপুরে তিনি রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন মিষ্টি, সবজি ও মুদি দোকানে। পণ্যের দাম বেশি নেয়া ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ২০টি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। এ সব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।