পথহারা শিশু আপনকে তার অভিভাবকের কাছে পৌঁছে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
গতকাল শনিবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশর উপ–পরিদর্শক (এসআই) সুলভ বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন, শুক্রবার সন্ধ্যায় নগরের সিনেমা প্যালেসের একটি বাস কাউন্টারের ভেতরে একটি শিশু পথ হারিয়ে কান্না করছিল। এমন খবর পাওয়ার পর পর শিশু আপনকে থানা নিয়ে আসা হয়। শিশু আপন তার বাবা মায়ের নাম বলতে পারলেও সুস্পষ্ট ঠিকানা বলতে পারছিল না। শুধু বাকলিয়া বলে উল্লেখ করে। এরপর শুরু হয় শিশু আপনের অভিভাবক খোঁজার পালা। পরে বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় খোঁজ–খবর নিয়ে বাকলিয়া থানাধীন ভেড়া মার্কেট এলাকা থেকে শিশুটির মা লিপি বেগমকে খোঁজে বের করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।