পথশিশু, ছিন্নমূল মানুষের মাঝে এইচপিএফের খাবার বিতরণ

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

এইচপিএফের ঐঁসধহরংস চৎরড়ৎরঃু ঋড়ঁহফধঃরড়হ (ঐচঋ) উদ্যোগে গত ১৫ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পথশিশু ও ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হৃদয় দে, তুলি দাশগুপ্তা, ঐশি দাশগুপ্ত, পুষ্পিতা দত্ত, অন্তু দে, তৃষা দাশ, রিক্ত দত্ত, তুলি দাশ, সৌম্য দে, দুর্জয় দে, সেতু মহন্ত, জয় দাশ, দেবরাজ প্রান্ত, আনন্দিতা দাশ প্রমুখ। এতে বক্তারা বলেন, একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, দয়া নয়। সংগঠনের নিয়মিত কর্মসূিচর অংশ হিসেবে এই আয়োজন যা আগামীতেও অব্যাহত থাকবে। শীতের শুরুতে শীতবস্ত্রও বিতরণ করা হবে এই অসহায়, পথশিশুদের মাঝে। সমাজের প্রতিটি স্বচ্ছল ব্যক্তিদের অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়িতে এলাকাবাসীর মানববন্ধন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত