চট্টগ্রাম–৮ আসন উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ গতকাল মঙ্গলবার বিকালে চান্দগাঁও ৪নং ওয়ার্ডের চান্দগাঁও আবাসিক, সানোয়ারা আবাসিক, কালুরঘাট, নতুন চান্দগাঁও এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা‘আত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, প্রধান নির্বাচনী সমন্বয়ক এম সোলায়মান ফরিদ, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, নূরুল্লাহ রায়হান খান, মাস্টার আবুল হোসেন, ওবাইদুল মোস্তফা কদমরসুলী, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, আবদুননবী, নাছির উদ্দিন মাহমুদ, কাজী মহিউদ্দিন, জামাল উদ্দিন খোকন, আবদুল্লাহ আল জাবের প্রমুখ।
গণসংযোগকালে সামাদ বলেন, চট্টগ্রাম শহরে আমার নির্বাচনী অংশের প্রতিটি ওয়ার্ডে একটি করে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং সরকারি খাসজমিতে খেলার মাঠ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। বিশেষতঃ অসহায়, এতিম, পিছিয়ে পড়া বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন করে মূলস্রোতধারায় মিলিত করতে সচেষ্ট হব। এলক্ষ্যে অসহায়, এতিম ও পথশিশুদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠাসহ প্রতিবন্ধীদের জন্য স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়া হবে।
জনবহুল সবগুলো ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আরো একাধিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করব। বোয়ালখালীতে হবে বিশেষায়িত ১টি পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি আরো বলেন, আমি চাই জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের জন্য ব্যয় করতে। এ ব্যাপারে কমিশন বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করব। প্রেস বিজ্ঞপ্তি।