পথশিশু অধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে গত শুক্রবার বিকালে পথশিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. আলাউদ্দিন আরাফাত উদ্বোধনী বক্তব্য রাখেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলমগীর বাদশাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত। বিশেষ অতিথি ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী, ড্রিম টাচ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা নিপা চৌধুরী ও দারুস সুন্নাহ কারিমীয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ক্বারী মো. ফয়জুর রহমান মুরাদ। আরও উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল আলম প্রিন্স, পথ শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন অর রশিদ, মো. আজিজুল হক ভূইঁয়া, মো. আলমগীর হাসান শান্ত, মো. স্বপন খান, রুবিনা জাহান নূরি, ইসরাত সুলতানা আসাদ উল্লাহ মো. আলমগীর হোসেন রনি, খাদিজা খানম স্বর্ণা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল গফুর
পরবর্তী নিবন্ধঋণে ডুবে থাকা ব্যক্তির লটারিতে কোটি রুপি জয়