পথশিশুদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের রান্না করা খাবার বিতরণ

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরীর আগ্রাবাদে সংগঠনের প্রয়াত কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এ শ্রদ্ধা জানান। এ সময় অনাথ, পথশিশু ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, বোখারী আজম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি অ্যাড. তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদিন সায়েম, মো. সাইফুদ্দিন, ু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের পর জামিন পেলেন চাম্বলের মুজিবুল
পরবর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক লীগের দোয়া মাহফিল