প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ব্যারিস্টার শেখ নাঈমের পক্ষে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আবু বকর ছিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা রবিউল হোসেন, এডভোকেট মিশু, রফিক রাফি, মো. ধানিছ মিয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন রায়হান, সিটি কলেজ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, মুহাম্মদ রাশেদ প্রমুখ। এসময় আবু বকর ছিদ্দিক বলেন, দেশের প্রত্যেকটা নাগরিক যাতে শিক্ষার সুযোগ পায় সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় আমরাও নিজ নিজ সাধ্যমত শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।